চাঁদা না দেয়ায় শতাধিক বরই গাছ উপড়ে ফেলার অভিযোগ

২ সপ্তাহ আগে
নওগাঁ সদর উপজেলার কাদোয়া গ্রামে চাঁদা না দেয়ায় শতাধিক বরই গাছ কেটে ও উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির শিকার হয়েছেন বাগান মালিক।

বাগান মালিক সিদ্দিক হোসেন জানান, তিনি ৭ বিঘা জমি লিজ নিয়ে উন্নত জাতের বরই বাগান করেন। বাগান করার পর থেকেই স্থানীয় ইমরানসহ কয়েক যুবক তার কাছে চাঁদা দাবি করে এবং নানা রকম হুমকি দিতে থাকে।

 

আরও পড়ুন: সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে ধরা, পতাকা বৈঠকে ফেরত

 

মঙ্গলবার (১৭ জুন) রাতে দুর্বৃত্তরা বাগানে হানা দিয়ে শতাধিক গাছ কেটে ও উপড়ে নষ্ট করে ফেলে। ঘটনার পর ভুক্তভোগী সিদ্দিক হোসেন নওগাঁ সদর মডেল থানায় ইমরানসহ তিনজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন