তিনি বলেন, ‘মানুষকে কষ্ট দিয়ে নয়। বরং মানুষের ভালোবাসায় নিজেদের সম্পৃক্ত করতে হবে।’
চাঁদাবাজি, টেন্ডারবাজি লুটপাটের রাজনীতি বিএনপিতে চলবে না বলেও সাফ জানিয়ে দেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ‘শেখ হাসিনা এবং তার দলের গুন্ডাপান্ডা দীর্ঘ ১৬ বছর এদেশের মানুষকে কষ্ট দিয়েছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে গেছে।’
মঙ্গলবার (১ এপ্রিল) দীর্ঘ ৯ বছর পর নিজ নির্বাচনী এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে কয়েকটি ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও মানুষের সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেছেন তিনি।
আরও পড়ুন: ৯ বছর পর নিজ এলাকায় ঈদ জামাতে বিএনপির সাবেক এমপি মিল্লাত
সকালে তার নির্বাচনী এলাকা দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের বাহাদুরাবাদ, পাররামপুর, বাট্টাজোরসহ বেশ কয়েকটি পথসভায় দলীয় নেতাকর্মী ও সমেবত মানুষেল উদ্দেশ্যে বক্তব্যে রাখেন বিএনপির সিনিয়র এ নেতা।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনকে মনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের মানুষের একে অপরের সঙ্গে যে মিল, সেটা বিচ্ছিন্ন করে দিয়েছিল ফ্যাসিস্ট দল ও তার দোসরা।’
তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এপ্রিলে দেশে আসছেন। খালেদা জিয়া ও তারেক রহমানের একসঙ্গে দেশে ফেরার কোনো প্রগ্রাম হয়নি। বেগম খালেদা জিয়া দেশবাসীর দোয়ায় এখন অনেক সুস্থ। তিনি এখন নিজে দাঁড়াতে পারেন। একা চলাচল করছেন।’
আরও পড়ুন: ফ্যাসিস্টের পতনের পর দেশে নির্বাচনী হাওয়া বইছে: আমীর খসরু
বিএনপির সাবেক এ সাংসদ বলেন, ‘এ দেশের মানুষ নিজের ভোট দিতে পারেননি ১৬ বছর। তাই নিজের ভোট নিজে দিতে মানুষ দ্রুত নির্বাচন চান। বিএনপিও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্বাচন চায়, যেন দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা যায়। সে কারণে নির্বাচনের জন্য ড. ইউনূসসহ তার উপদেষ্টা মন্ডলীকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। তবে যদি নির্বাচন পিছিয়ে দেয়ার জন্য কুচক্রী মহল ইন্ধন জোগানোর চেষ্টা করে, তাহলে সেটাকে রুখতে ঈদের পর কর্মসূচি দেয়া হবে।’
এ সময় তার সঙ্গে ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।