প্রায় এক দশক আগে শহরের যানজট নিরসনে নির্মিত হয় বাইপাস সড়কটি। বর্তমানে প্রতিদিন শতশত ছোট-বড় ও ভারী যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। তবে খানাখন্দে ভরা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন, যাতায়াতে ভোগান্তিতে পড়ছে দূরদূরান্ত থেকে আসা যাত্রী ও স্থানীয়রা।
চাঁদপুর শহরের কবি ও সাংবাদিক কবির মিজি বলেন, ‘চাঁদপুর থেকে ফরিদগঞ্জই নয়, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর অনেক ভারি যানবাহনও এই সড়ক দিয়ে চলাচল করে। ভারী যানবাহনের চাপের সঙ্গে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন বেহাল দশায় পৌঁছেছে। মেরামত হলেও তা ছিল শুধু জোড়াতালি।’
আরও পড়ুন: সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১৫ লাখ মানুষ
এ বিষয়ে চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, ‘সড়কটির বেহালদশার কথা আমরা জানি। এরইমধ্যে পুনর্নির্মাণের জন্য দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। বরাদ্দ আদায়ের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বর্তমান পরিস্থিতি তুলে ধরার পর অর্থ ছাড় দেয়া হয়েছে।’
প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ সড়ক পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৮০ লাখ টাকা। এতে সড়ক প্রশস্তকরণের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা ও দুই পাশে হাঁটার পথ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।