চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

৩ সপ্তাহ আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, চাপাতি, কাঁচি (কাটার), লোহার রড, মোবাইল সেট, পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক।

 

পুলিশ জানায়, শনিবার থানার উপপরিদর্শক  মিজানুর রহমান একদল পুলিশ নিয়ে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া বাদামতলী বেড়িবাঁধ সড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে এই ২ ডাকাতকে হাতেনাতে আটক করেন। আটককৃতদের বাড়ি গ্রামে।

 

আটককৃতরা হলো- নোয়াখালীর কবিরহাট উপজেলার গুল্লাখালী গ্রামের আব্দুল হালিমের ছেলে ডাকাত দলের সদস্য সোহেল রানা প্রধান ওরফে সোহেল ডাকাত (৪০) ও সোনাইমুড়ি উপজেলার সরগনতা গ্রামের মৃত আলী আজমের ছেলে জাবেদ (৩৭)।

 

আরও পড়ুন: শরীয়তপুরে ডাকাতির প্রস্তুতি: গ্রেফতার ৫ আসামি তিনদিনের রিমান্ডে

 

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ছুরি, যার হাতল, ১টি কাঠের বাটযুক্ত স্টিলের তৈরি চাপাতি, ১টি স্টিলের তার ও তালা কাটার বিশেষ কাঁচি (কাটার), ১টি একটি ৫ সুতার লোহার রড, ১টি লোহার তৈরি মেশিনারি রড, ২টি মোবাইল ফোন, ১টি নীল ও হলুদ রঙের পিকআপ গাড়ি, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৬৬৯২ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া বাদামতলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়। তারা মূলত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, চক্রের সদস্যরা বিভিন্ন এলাকার মার্কেট, গণপরিবহন, বিভিন্ন অনুষ্ঠানের আশপাশে সুযোগ বুঝে ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে ডাকাতি আইনে মামলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন