শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা বিতারা ইউনিয়নের বাইছারা নোয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, বিকেলে বাড়ির উঠানে গাছের চারা রোপণকে কেন্দ্র করে বাবা ছেলের বিরোধ হয়। একপর্যায়ে ছেলে মো. হোসাইনের হাতে থাকা ধারালো দায়ের কোপে ঘটনাস্থলেই মারা যান বাবা আব্দুল খালেক (৬৫)।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের খবর শুনে গ্রামের মানুষজন একত্রিত হয়ে ঘাতক মো. হোসাইনকে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেয় তারা। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক চৌধুরী। এসময় তার উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা
অন্যদিকে নিহতের বড় ছেলে মো. নোমান বলেন, একসময় তার ভাই মো. হোসাইন মধ্যপ্রাচ্যের কুয়েত ছিলেন। সেখান থেকে গত দুই বছর আগে বিয়ে করেন। একপর্যায়ে মানসিক সমস্যা দেখা দিলে মো. হোসাইনকে ছেড়ে অন্যত্র চলে যায় তার স্ত্রী। তাছাড়া গত কিছু দিন আগেও ভাইকে মানসিক রোগের চিকিৎসক দেখান। কিন্তু তারপরও সুস্থ হয়নি তার ভাই মো. হোসাইন।
শনিবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত কচুয়া থানায় মামলা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা।

১ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·