চাঁদপুরে মাদক নিয়ে ধরা খেয়ে জেলে যুবদল নেতা, হারালেন দলীয় পরিচয়ও

৩ সপ্তাহ আগে
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেনকে (২৯) গাঁজা সেবন ও বহনের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনার পর তাকে যুবদল থেকে অব্যাহতি দেয়া হয়।

আটক রাসেল হোসেন পশ্চিম রূপসা গ্রামের ওবায়দুল্লাহ বেপারির ছেলে।


রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


এর আগে রোববার রাত ৮টার দিকে ঘোড়াশালা বাজারের সামনে থেকে স্থানীয়রা মাদকসেবী ও ব্যবসায়ী রাসেল হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ সময় তার কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, স্থানীয়দের হাতে আটক হয়ে রাসেলকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে তথ্য-উপাত্ত যাচাই করে সত্যতা নিশ্চিত করে তাকে এক মাসের কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আরও পড়ুন: আদালতে আত্মসমর্পণের পর যুবদল নেতা ইসহাক কারাগারে


ফরিদগঞ্জ থানার (ওসি) অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার দুপুরে চাঁদপুর জেল হাজাতে পাঠানো হয়েছে।


এদিকে, মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠায় রাসেল হোসেনকে যুবদল থেকে অব্যাহতি দেয়া হয়। এমন তথ্য জানান, উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন শিপন।

]]>
সম্পূর্ণ পড়ুন