চাঁদপুরে বিষধর সাপের কামড়ে প্রবাস ফেরত যুবকের মৃত্যু

২ দিন আগে
চাঁদপুরের হাইমচরে বিষধর সাপের কামড়ে সোহেল গাজী (৩০) নামের এক প্রবাস ফেরত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার নীলকমল ইউনিয়নের নতুন ঈশানবালা বাজারের একটি ভাতের হোটেলে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লাকান্দি এলাকার রেহান উদ্দিন গাজীর ছোট ছেলে সোহেল গাজী মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন ঈশানবালা বাজারের খোরশেদের ভাতের হোটেলে যান। সেখানে তিনি তাদের পালিত গরুর দুধ হোটেলের ফ্রিজে রাখার সময় নিচে লুকিয়ে থাকা একটি বিষধর সাপের কামড়ে পড়েন।

 

সাপের কামড়ের পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও স্থানটি চরাঞ্চল হওয়ায় দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেয়া সম্ভব হয়নি। পরে ট্রলারযোগে প্রায় এক ঘণ্টা নদীপথ পাড়ি দিয়ে সোহেলকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন।

 

নিহতের বড় ভাই বুলু গাজী জানান, প্রায় দেড় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন সোহেল। প্রবাসে থাকাকালীন তিন মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে এলাকার এক মেয়েকে বিয়ে করেন তিনি।

 

আরও পড়ুন: নিষেধাজ্ঞার শুরুতেই খাদ্য প্রণোদনা পেলেন চাঁদপুরের জেলেরা

 

বুলু গাজী বলেন, ‘আমার ছোটভাই বাড়ির সব কাজেই সহযোগিতা করতো। আজ সকালে গরুর দুধ দোকানে দিতে গিয়েই সাপের কামড়ে তার মৃত্যু হলো এটা ভাবতেও পারছি না।’

 

হাইমচর থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন ভূঁইয়া ও পুলিশ সদস্যরা সোহেলকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার লিখিত আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

এদিকে, এক প্রবাসফেরত তরুণের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাইমচরের নীলকমল ইউনিয়ন ও মোল্লাকান্দি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন