এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বিশাল একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন: বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
চাঁদপুর সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। শহরের ডাকাতিয়া নদীর কয়লাঘাট এলাকায় কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ পোর্টে গ্রান্ড জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
এছাড়া চাঁদপুর ক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে জেলা প্রশাসন।