চাঁদপুরে বালুর নিচে মিলল রাইফেল-বোমা

২ দিন আগে
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথবাহিনী অভিযানে দুর্বৃত্তদের লুকিয়ে রাখা ২টি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গুলি ও ৬টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এনএমএন আলিম মাদরাসার পাশে নির্মাণাধীন ভবনে বালির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।


এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের জুলাই আন্দোলনে এসব অস্ত্র ও গুলি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খোয়া যাওয়া। 


হাজীগঞ্জ সেনা ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ যৌথভাবে বলাখালে এ অভিযান পরিচালনা করে। 
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন বিষয় নিশ্চিত করেছে চাঁদপুর সেনা ক্যাম্প। 

আরও পড়ুন: গজারিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চুরি যাওয়া ১টি ৭.৬২ মি.মি. চাইনিজ রাইফেল, স্থানীয়ভাবে তৈরি ১টি ৭.৬২ মি.মি. রাইফেল, ১ রাউন্ড গুলি ছিল। তারমধ্যে ৬টি হাতবোমা স্থানীয়ভাবে তৈরি।


এ বিষয় মঙ্গলবার রাতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, উদ্ধারকৃত রাইফেল, গুলি ও হাতবোমা থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন