চাঁদপুরে পুলিশ কর্মকর্তার বাসা থেকে পিস্তল ও গুলি চুরি

২ সপ্তাহ আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে একটি সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৫ মে) কোনো এক সময় এ চুরি সংঘটিত হলেও বিষয়টি পরদিন মঙ্গলবার প্রকাশ পায়।

 

জানা গেছে, ফরিদগঞ্জ থানা ভবন থেকে মাত্র ১০০ গজ দূরে একটি চারতলা ভবনের চতুর্থ তলায় উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসায় তালা ভেঙে এই চুরি করা হয়।

 

ঘটনার পরপরই এসআই রাকিব উদ্দিনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত চুরি হওয়া অস্ত্র ও গুলির কোনো হদিস পাওয়া যায়নি।

 

ভুক্তভোগী এসআই রাকিব উদ্দিন জানান, সোমবার দুপুরে তিনি বাসা থেকে কাজে বের হয়ে যান। বিকেলে ফিরে আসার পর দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান।

 

তিনি জানান, বাসার ভেতরে একটি ব্রিফকেসে রাখা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং ১০ হাজার টাকা চুরি হয়েছে।

 

আরও পড়ুন: চাঁদপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

 

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান, পিবিআই ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

স্থানীয়রা জানান, যে ভবনে এই চুরি সংঘটিত হয়েছে, সেটির আশপাশে থানা পুলিশের নিয়মিত তৎপরতা রয়েছে। এমনকি ভবনের অন্যান্য ফ্ল্যাটেও থানার পুলিশ সদস্যরা বসবাস করেন। ফলে নিরাপত্তাবলয় এলাকায় এমন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ‘চুরি হওয়া পিস্তল ও গুলি উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। আশা করছি, দ্রুতই অস্ত্র উদ্ধারের পাশাপাশি দুষ্কৃতকারীদের গ্রেফতার করা সম্ভব হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন