সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতিয়া নদীর দর্জিঘাট এলাকায় তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর নদীপাড়ে অপেক্ষায় থাকা স্বজনরা আপনের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন।
এর আগে নিখোঁজ আপনের সন্ধানে রোববার (২৭ এপ্রিল) দুপুর ২টা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা কয়েক দফা তল্লাশি অভিযান চালায়।
আপন চাঁদপুর শহরের মিশন রোড এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক মানিক রঞ্জন সরকারের ছেলে। তিনি চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: মোংলায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ পাওয়া গেল চিংড়ি ঘেরে
স্বজনরা জানান, রোববার দুপুরে কলেজ ছুটির পর বন্ধুদের সঙ্গে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার ডাকাতিয়া নদীতে গোসলে যায় সৌম্য দ্বীপ আপন (১৭)। এ ঘটনার পর দর্জিঘাট এলাকায় স্বজনরা আপনকে জীবিত অথবা মৃত খুঁজে পেতে অপেক্ষা করছিলেন।
চাঁদপুরে কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার তকিউল আহসান জানান, ঘটনার পরই কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ কলেজছাত্রের সন্ধানে নদীতে যৌথ অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় সোমবার শেষ বেলায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহের সন্ধান পাওয়া যায়।