মাছ ব্যবসায়ী সম্রাট বেপারী জানান, মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বড়স্টেশনের শান্তি ফিস নামের একটি মাছের আড়তে ইলিশটি ১৬ হাজার টাকায় বিক্রি হয়। এতে প্রতি কেজির দাম পড়ে ৫ হাজার ৫১৭ টাকা।
শাহ আলম নামের এক ক্রেতা মাছটি কেনেন। তবে তিনি নিজে খাওয়ার জন্য নয়, ঢাকায় নিয়ে আরও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রাজা ইলিশটি কিনেছেন বলে জানান ব্যবসায়ীরা।
আরও পড়ুন: চাঁদপুরে বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও
খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতির মাছ ব্যবসায়ী জুয়েল মিয়া ইলিশটি চাঁদপুরে নিয়ে আসেন। তিনি জানান, মঙ্গলবার ভোরে এক জেলের কাছ থেকে ১২ হাজার টাকায় মাছটি কেনেন। সেই জেলেসহ আরও কয়েকজন মিলে মেঘনা নদীতে জাল ফেললে বড় আকারের এই ইলিশটিসহ আরও কিছু ইলিশ ধরা পড়ে।
চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এটি একক ইলিশ হিসেবে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া মাছ।
]]>