চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন নেতা আটক

২ সপ্তাহ আগে ১২
চাঁদপুর শহরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন লিডারকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১৬ এপ্রিল) ভোরে আদর্শ মুসলিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন, বিজয় (১৮), জিসান (১৯) ও অভি (১৮)।

 

চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, এ তিন কিশোর শহরে গ্যাং গঠন করে দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মহড়া ও প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে আসছিল। এছাড়া, বিনা কারণে নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে শহরে আতঙ্ক সৃষ্টি করত তারা।

 

আরও পড়ুন: ফরিদপুরে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও

 

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পরে আটকদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

সেনাবাহিনী সূত্রে আরও জানা যায়, কিশোর গ্যাং দমনে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন