চাঁদপুরে দুর্গাপূজায় র‍্যাবের কঠোর অবস্থান

১ সপ্তাহে আগে
চাঁদপুরে শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে কঠোর অবস্থানে রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পূজামণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই এলিট ফোর্স ।

মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের কালী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন র‍্যাব-১১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান।


পূজা আয়োজক কমিটি, মন্দিরের ভক্ত, অনুরাগী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। এসময় নিরাপত্তা ব্যবস্থাপনা ও করণীয় নিয়ে আয়োজকদের কাছ থেকে সার্বিক খোঁজখবর নেন তিনি।

আরও পড়ুন: কচুয়ায় সড়কের পাশের তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপস্থিত সাংবাদিকদের কাছে মেজর সাদমান বলেন, দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি। পূজা চলাকালীন কোনো ধরনের নাশকতা, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। স্থানীয় প্রশাসন, আয়োজক কমিটি এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। চাঁদপুরের জন্য দুইটি টহল টিম কাজ করবে। এছাড়া দুপুর থেকে রাত পর্যন্ত পোশাক ও সাদা পোশাকে আমাদের তিনস্তরের সদস্য দায়িত্ব পালন করবে।


চাঁদপুরের ৮ উপজেলায় এবার দুই শ ২৪টি পূজামন্ডপ স্থাপন করা হয়েছে। যেখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন