বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সুজন দেবনাথ (২৫) ওই গ্রামের মৃত খোকন দেবনাথের একমাত্র ছেলে। পরিবারে জীবিকার আয়ের মাধ্যম একমাত্র ছেলের এমন মৃত্যুর ঘটনায় পাগলপ্রায় মা অঞ্জলী দেবনাথ।
তিনি বলেন, অন্যদিনের মতো কাজ শেষে দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি ছেলে সুজন। পরে জানতে পারি ছেলের মরদেহ তালুকদার বাড়ির বাগানের পাশে পরিত্যক্ত জমিতে পড়ে আছে।
আরও পড়ুন: চাঁদপুরে বিষধর সাপের কামড়ে প্রবাস ফেরত যুবকের মৃত্যু
সুজনের সাথে কাজ করে আরেক দিনমজুর বাচ্চু (৫৫) জানান, সকালে তারা একসঙ্গে গাছ কাটার কাজ করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ বলেন, সুজন দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতো। তার মৃত্যুর বিষয়টি দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, মানিকরাজ গ্রামের পরিত্যক্ত জমির পানিতে একটি মরদেহ পড়ে আছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। শরীরেও কোনো গুরুতর আঘাতের চিহ্ন নেই। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ বিষয় মামলা হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।