শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নানা আয়োজনে শহরের আউটার স্টেডিয়ামে জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতে ইসলামীর আমীর বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) এমরান হোসেন খান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ ছাত্র আন্দোলনের নেতারা।
এর আগে তারুণ্যের উৎসব নামে বইমেলার উদ্বোধন করা হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন, তারুণ্যের উৎসব আয়োজন নিয়ে নানা আলোচনা থাকলেও তা এখন সাধারণ মানুষের মধ্যে আস্থা অর্জন করেছে। দেশের জন্য ছাত্রদের যে অবদান তার অবশ্যই জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। যেজন্য জুলাই বিপ্লব স্মৃতি কর্নার উপস্থাপন করা হয়েছে। যেখানে আন্দোলন সংগ্রাহের চিত্র ফুটিয়ে তোরা হয়েছে।
আরও পড়ুন: এখন কেউ থানায় গিয়ে হতাশ হওয়ার অভিযোগ নেই: চাঁদপুরের এসপি
পুলিশ সুপার মুহম্মদ রাকিব বলেন, জুলাই বিপ্লবের স্মৃতি এবং নতুন প্রজন্মকে বই পড়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। একইসঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তেও বিশেষ ভূমিকা রাখতে বলে পুলিশ সুপার বিশ্বাস করেন।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ বলেন, তারুণ্যের শক্তি অদম্য। এই শক্তিকে সঠিক পথে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ সমৃদ্ধি পাবে। কারণ, দেশ থেকে স্বৈরাচার মুক্ত করতে গণতান্ত্রিক সকল শক্তির সঙ্গে তারুণ্যদৃপ্ত ছাত্রসমাজ আন্দোলনকে বেগবান করেছে।