চাঁদপুরে জীবিত শিশুকে কবর দেয়ার চেষ্টায় জড়িত সেই হাসপাতাল সিলগালা

৩ সপ্তাহ আগে
চাঁদপুরে জীবিত শিশুকে কবর দেওয়ার চেষ্টায় জড়িত সেই বেসরকারি হাসপাতাল সিলগালা করে দিয়েছে স্বাস্থ্যবিভাগ। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের তালতলা এলাকার দি ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং প্রধান ফটকে সিলগালা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে এই কার্যক্রমে অংশ নেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল।

শনিবার বিকেলে সময় সংবাদকে ডা. রফিকুল হাসান ফয়সাল জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে সরেজমিন পরিদর্শন করা হয় আলোচিত দি ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। তখন সেখানে বেশকিছু অনিয়ম ধরা পড়ে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রণি নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। তবে এ ঘটনায় হাসপাতালের সংশ্লিষ্টতা থাকায় বর্তমান ভবন থেকে হাসপাতালের মালামাল সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। তবে দুদিন পার হলেও তা কার্যকর না করায় শনিবার স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জামসহ হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। এক পর্যায়ে তালা ঝুলিয়ে দেওয়া হলেও এসময় সেখানে ওই প্রতিষ্ঠানের কেউ উপস্থিত ছিলেন না।


এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এই হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক গাজী এক নবজাতককে পাশের পৌরসভার কবরস্থানে নিয়ে যায়। সেখানে কবরস্থানের লোকজনদের নগদ দুই শ টাকা হাতে ধরিয়ে দিয়ে কাগজের কার্টনে থাকা শিশুটিকে দাফনের জন্য তুলে দেন ফারুক গাজী। তবে দাফনের আগে সাদা কাপড়ে মোড়ানো শিশুটি কান্না শুরু করে। এতে ফারুক গাজী দৌঁড়ে পালিয়ে গেলেও কবরস্থানের লোকজনের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে যান। পরে অর্ধমৃত শিশুটিকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় পাশের আরেকটি ক্লিনিকে শিশুটিকে ভর্তি করা হয়। কিন্তু ভতির ৮ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তখন সংশ্লিষ্ট ক্লিনিকের চিকিৎসক দাবি করেন, অপুষ্টি, অপরিণত শরীর এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শিশুটিকে বাঁচিয়ে রাখা যায়নি।


আরও পড়ুন: জীবিত নবজাতকে মৃত ঘোষণা করা সেই হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ


এদিকে, এই ঘটনার পর কবরস্থানের আশপাশের সিসিটিভি ক্যামেরার সংগ্রহ করে জেলা গোয়েন্দা পুলিশ। এরইমধ্যে ধরা পড়ে আলোচিত ওই হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক গাজী, যে শিশুটিকে কবরস্থানে দাফনের জন্য নিয়ে গিয়েছিল। তার সঙ্গে আরও দুইজনকেও আটক করা হয়। তাদের মধ্যে শিশুর মাও রয়েছেন।


তবে নবজাতক শিশুকে এভাবে কবর দেওয়ার চেষ্টা ছাড়াও আরও বেশকিছু অনিয়ম ধরা পড়ে হাসপাতালটিতে। যে কারণেই মূলত শেষ পর্যন্ত দি ইউনাটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. নূরুল আলম দীন।

]]>
সম্পূর্ণ পড়ুন