বুধবার (২৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।
এসময় আল মদিনা চাইনিজ রেস্টুরেন্টকে ৪৫ হাজার, শাহজালাল মেমোরিয়াল হাসপাতালকে ২০ হাজার, মেডিসিন কর্নারকে ১০ হাজার এবং ইসলামিয়া মডার্ন নামে আরেকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান জানান, পচা বাসি এবং মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি হচ্ছে। এমন অভিযোগ পেয়ে এই চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় এসব ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তার সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·