চাঁদপুরে একসঙ্গে বিষপানে মেয়ের মৃত্যু, মা হাসপাতালে

৪ সপ্তাহ আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে একসঙ্গে বিষপান করেছেন মা ও মেয়ে। পরে তাদের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মেয়ের মৃত্যু হয়। তবে মা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। বিষপানে মৃত জান্নাত আক্তার (১৮) ওই গ্রামের ক্ষুদে ব্যবসায়ী জয়নাল আবেদীনের মেয়ে।
 

খোঁজ নিয়ে জানা গেছে, জয়নাল আবেদীন মঙ্গলবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী পারুল বেগম ও   মেয়ে জান্নাত বেগমকে বকাঝকা করেন। পরে তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। এ ঘটনার পরই অভিমান ও রাগে-ক্ষোভে মেয়েকে নিয়ে বিষপান করেন পারুল বেগম। এদের, এমন ঘটনা পরিবারের কেউ টের না পেলেও পরে বাড়ির লোকজন তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে মেয়ে জান্নাত বেগমের মৃত্যু হয়।
 

আরও পড়ুন: পানিতে ডুবে মৃত্যু, সহপাঠীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাবার


অন্যদিকে, চাঁদপুর জেনারেল  হাসপাতালের চতুর্থতলায় চিকিৎসাধীন মা পারুল বেগম (৪০)।
 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন