একই সঙ্গে কাগজপত্র না থাকায় ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। মূলত সরকারি নিয়ম না মেনে সড়কে মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক এসব যানবাহন থেকে জরিমানা আদায় করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা।
চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লে. মো. জাবিদ হাসান জানান, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার প্রধান সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এসময় বিভিন্ন চালক এবং সংশ্লিষ্ট যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু কারো যানবাহনের লাইসেন্স, ফিটনেস, উচ্চগতি এবং হেলমেট না থাকায় সড়ক নিরাপত্তা আইনের কার্যবিধি মতে এমন ৩৬৫টি যানবাহন থেকে ১ দিনেই ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা।
আরও পড়ুন: জনবল ও শয্যা সংকটে নাজেহাল চাঁদপুর জেনারেল হাসপাতাল
সেনাবাহিনীর এ কর্মকর্তা আরও জানান, গত বছরের ৩ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস, মাদক কারবারি ও চোরাচালান এবং সড়ক নিরাপত্তার জন্য এ ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে এবং আগামী দিনেও তা চলমান থাকবে।