চাঁদপুরে আগুনে পুড়ল ১১ দোকান

২ সপ্তাহ আগে
চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারের ১১টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় এই দুর্ঘটনা ঘটে।

বহরিয়া বাজারের ক্ষতিগ্রস্ত কাপড়ের দোকানি জানান, প্রথমে একজন সিএনজিচালিত অটোরিকশা চালক বাজারে আগুন লাগার দৃশ্য দেখেন।  পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এসময় মাইকিং করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

 

এরইমধ্যে আগুনে খাবার হোটেল, স্বর্ণের দোকান, মাইক-ব্যাটারির দোকান, টেইলার্সসহ প্রায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

আরও পড়ুন: চাঁদপুর জেলা আ.লীগের সহসভাপতিসহ গ্রেফতার ৩

 

চাঁদপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুরানবাজার ও ফরিদগঞ্জ থেকে ছুটে আসা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

আরও পড়ুন: চাঁদপুরে হাসপাতালে ধরা পড়ল ২ দালাল

 

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন