বর মেহেদী হাসান রাজু বিয়ে করতে শ্বশুর বাড়ি গেলেন হেলিকপ্টার নিয়ে। তবে, তার সেই শ্বশুর বাড়ি দূরে কোথাও নয়। নিজ বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। এমনই এক রাজসিক বিয়ের আয়োজন হলো চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।
উপজেলার উত্তর ছেংগারচর এম.এম. কান্দি গ্রামের হাজী আব্দুল বারেক দেওয়ানের ছেলে সৌদি প্রবাসী মেহেদী হাসান রাজু ও রুহিতার পাড় গ্রামের আল-আমিন প্রধানের মেয়ে আবিদা সুলতানা অনামিকা এই বিয়ে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিয়ের দিন সকাল থেকেই এলাকায় গুঞ্জন ওঠে রুহিতারপার ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবে একটি হেলিকপ্টার। ঠিক সময় মতো হেলিকপ্টারটি মাঠে নামতেই উপস্থিত শত শত মানুষের মধ্যে দেখা যায় অন্যরকম উচ্ছ্বাস। নবদম্পতিকে বহন করতে এমন আয়োজন করায় এলাকাবাসী বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন।
আরও পড়ুন: মধুচন্দ্রিমা পরিণত হলো বিষাদে, রিসোর্টে নববধূর মৃত্যু
বরের বাবা হাজী আব্দুল বারেক দেওয়ান বলেন, ছেলের জীবনের বিশেষ এমন দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং ছোটবেলার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারের ব্যবস্থা করেছি। এমন আয়োজন করতে পেরে খুব আনন্দিত। আল্লাহ্ তাদের সুখী দাম্পত্য জীবন দান করুন।
বরের ফুফাতো ভাই সুমন সরদার বলেন, রাজু আমাদের পরিবারের খুবই প্রিয়। ও সব সময় বলত আমার বিয়েটা আলাদা হবে। আজ সেটা সত্যি হলো। হেলিকপ্টারে করে নবদম্পতিকে আনা এটা আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়।
বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গায়ে হলুদ, তারপর আজ শুক্রবার ছিল কনের বাড়িতে বিয়ে তার সঙ্গে প্রীতিভোজ এবং আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) বরপক্ষের বাসায় আরেক দফা প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হচ্ছে।
আরও পড়ুন: প্রেমের টানে রাজবাড়ীতে এসে বিয়ে করলেন চীনা যুবক
দুই পরিবারের জানান, পরিবারের সদস্য, স্থানীয়দের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবের রূপ নিয়েছে। এ ধরনের ব্যতিক্রমী বিয়ে এলাকায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন অনেকে। বিশেষ করে পোলাও, মুরগির রোস্ট ও ঝাল, গরু-খাসির মাংস, কয়েক রকমের মিষ্টি আরও হরেক রকমের ফল। বাদ পড়েনি মশলা দেয়া মিষ্টি পান।
এদিকে, নবদম্পতি রাজু ও অনামিকার জন্য দুই পরিবারের পক্ষ থেকে এলাকার সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। বিয়েতে সহস্রাধিক অতিথিকে আপ্যায়ন করা হয়।
]]>
২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·