রোববার (২৯ জুন) রাতে এমন তথ্য জানিয়েছেন সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
তিনি জানান, দুপুরে চাঁদপুর সদর আমলি আদালতে তাকে হাজির করা হয়। সেখানে পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ইয়াসিন আরাফাত।
আরও পড়ুন: আবারও রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা
এর আগে গত ২২ জুন ঢাকার কারাগার থেকে চাঁদপুরে আনা হয় নাছির উদ্দিন আহমেদকে।
২০২৪ সালে ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ছাত্র-জনতার আন্দোলনে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ ঘটনায়। এ মামলায় আসামি দেখিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির আহমেদ ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।