চলন্ত শাটলের নিচে পড়েও অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চবি ছাত্রী

২ সপ্তাহ আগে
চলন্ত শাটল ট্রেনের নিচে পড়েও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী।

বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী দুপুর ৩টা ৩৫ মিনিটের শাটলে এ ঘটনা ঘটে।


আহত ছাত্রীর নাম নাফিজা আক্তার খুকি। তিনি ইংরেজি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


প্রত্যক্ষদর্শীরা জানান, ৩টা ৩৫ মিনিটের শাটলটি শহর থেকে ক্যাম্পাসে এসে পৌঁছায়। অন্যদের মতো নাফিজা আক্তারও ট্রেন থামার আগেই ব্যাগ দিয়ে শাটলের সিট ধরেন। এরপর শাটলে উঠার জন্য শাটল থামার অপেক্ষা করছিলেন। এমন সময় সিট ধরা নিয়ে প্রচণ্ড ধাক্কাধাক্কিতে তিনি আচমকা চলন্ত ট্রেনের দুই বগির মাঝখানে পড়ে যান। তবে দ্রুত তিনি ট্রেনের নিচ থেকে সরে যেতে সক্ষম হন।


পরে আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


নাফিজা আক্তার খুকি বলেন, আজকে আল্লাহর রহমত ছিলো বলে এত বড় বিপদ থেকে বেঁচে গেছি। প্রাথমিক চিকিৎসা নিয়েছি। কাল শহরে ট্রিটমেন্টের জন্য যাবো। আলহামদুলিল্লাহ এখন অনেকটা স্টেবল আছি।

 

আরও পড়ুন: চাকসু নির্বাচনে দাবিতে চবিতে মানববন্ধন


তিনি আরও বলেন, আসলে ঘটনাটা এমন ছিলো যে, আমি ব্যাগটা রেখেই ট্রেন থামার জন্য ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিলাম। ট্রেন থামলে ওই দিকে গিয়ে সিটে বসবো এমন ইন্টেনশন ছিলো। তখনই পেছন থেকে বেশ কয়েকজন ধাক্কাধাক্কি করে। আর চারপাশে এত ধাক্কাধাক্কি ছিলো, ভীড় ছিলো যে আমি একপর্যায়ে ছিটকে প্লাটফর্ম থেকে নিচে পড়ে যাই।


প্লাটফর্মে শৃঙ্খলা রক্ষা আরও জোরদার করার দাবি জানিয়ে শিক্ষার্থীদেরও আরও সচেতন হওয়া উচিত বলে মন্তব্য করেন নাফিজা আক্তার খুকি।

]]>
সম্পূর্ণ পড়ুন