১৯৭৯ সালে উদ্বোধনের পর বড় কোনো সংস্কার কাজ না হওয়ায় বন্দরের রানওয়েতে ফাটল দেখা দেয়। নিরাপত্তা প্রাচীর ভাঙনের পাশাপাশি জায়গা কমে যায় বিমান পার্কিংয়ের। দুর্ঘটনা ঝুঁকি এড়াতে দীর্ঘদিন পর বিমানবন্দরটির উন্নয়নে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
প্রায় ২০০ কোটি টাকার প্রকল্পের মধ্যে রয়েছে রানওয়ের ওভারলেকরণ, ২৫ ফুট থেকে প্রশস্ততা বাড়িয়ে ১০০ ফুটে উন্নীত করা, রানওয়ের শক্তি ১৭ পিসিএন থেকে ৪৫ পিসিএনে উন্নীত করা, সীমানার চারিদিকে পেট্রোল রোড নির্মাণ, বিমান পার্কিং এলাকা বর্ধিতকরণসহ বেশ কয়েকটি কাজ। এরই মধ্যে যাত্রী ছাউনির বর্ধিতকরণের কাজ শেষ হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় বিমানবন্দর চালু নিয়ে যা বললেন বিমান বাহিনী প্রধান
আবুল মোমেন লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মো. জুনায়েত রাহবার বলেন, ‘রানওয়ের ওভারলে ও শক্তি বৃদ্ধি করণের কাজ শেষ হলে বিমানের নিরাপদ ল্যান্ডিং ও টেকঅফ নিশ্চিত হবে।’
সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ‘নিরাপদ ল্যান্ডিং ও টেকঅফ নিশ্চিত করতে সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন কাজ চলমান রয়েছে, চলতি শীত মৌসুমেই শেষ হয়ে যাবে। আকাশ পথে সৈয়দপুর বিমানবন্দরে প্রতিদিন দেড় হাজার যাত্রী উঠানামা করে।’
]]>