চলতি মৌসুম শেষ এঞ্জো ফার্নান্দেজের

১ সপ্তাহে আগে
চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না এঞ্জো ফার্নান্দেজের। কুঁচকির ইনজুরিতে ভোগা আর্জেন্টিনার এই তারকা বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অস্ত্রোপচার করিয়েছেন। চলতি মৌসুমের পাশাপাশি আগামী জুনে হতে যাওয়া কোপা আমেরিকাতেও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।

এঞ্জো ফার্নান্দেজকে চলতি মৌসুমে আর না পাওয়ার বিষয়ে তার ক্লাব চেলসি বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা বলেছে, ‘কুঁচকির সমস্যা ভোগা এঞ্জো ফার্নান্দেজের আজ সফর অস্ত্রোপচার হয়েছে। তার পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হয়েছে। এ কারণে ২০২৩-২৪ মৌসুমে চেলসি আর পাবে না তাকে। কবহ্যামে চেলসির মেডিকেল বিভাগে চলবে ২৩ বছর বয়সী মিডফিল্ডারের পুনর্বাসনপ্রক্রিয়া।’


আরও পড়ুন: আবারও মায়ামির জার্সিতে অনিশ্চিত মেসি 


২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এঞ্জো। সেই বিশ্বকাপের দারুণ পারফর্মেন্সের কারণে তাকে চড়া মূল্য দিয়ে পর্তুগিজ ক্লাব বেনফিকা দলে ভেড়ায় চেলসি।


এদিকে এঞ্জো ফার্নান্দেজের পুনর্বাসনপ্রক্রিয়ায় কত দিন লাগবে তা জানা যায়নি। শঙ্কা রয়েছে তার কোপা আমেরিকায় খেলা নিয়েও। আগামী ২০ জুন উদ্বোধনী দিনেই কানাডার বিপক্ষে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। কোপার বর্তমান চ্যাম্পিয়নও তারা।  

]]>
সম্পূর্ণ পড়ুন