চলতি মাসেই ‘জুলাই বিপ্লব’র ঘোষণা দাবি

২ সপ্তাহ আগে
চলতি মাসেই জুলাই বিপ্লবের ঘোষণার দাবি জানিয়ে জুলাই মঞ্চের মুখপাত্র সাকিব হোসেন বলেছেন, প্রশাসনে লুকিয়ে থাকা দোসরদের কারণেই জুলাই বিপ্লবের ঘোষণা বাস্তবায়ন হচ্ছে না।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে তিনি এই কথা বলেন।

 

সাকিব হোসেন বলেন, ‘ জুলাই বিপ্লবের ঘোষণা না দিয়ে আন্দোলনকারীদের দেশদ্রোহী তকমা দেয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। এই মাসেই জুলাই বিপ্লব ঘোষণার দাবি জানাচ্ছি।’

 

তিনি আরও বলেন, ‘জুলাই সনদের মৌলিক প্রস্তাবনার মধ্যে জুলাই যোদ্ধাদের এককালীন প্রণোদনা এবং চিকিৎসা ভাতা সম্পূর্ণ সরকারের নিতে হবে।’

 

জুলাই যোদ্ধাদের ক্ষোভ প্রশমন করতে ট্রাইব্যুনালের গতি দ্রুত করা এবং ফ্যাসিবাদের অন্য সহায়কদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জুলাই মঞ্চের মুখপাত্র।

 

আরও পড়ুন: জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না করতে পারা এ সরকারের বড় ব্যর্থতা: আলী আহসান

 

জুলাই মঞ্চের নেতা আরিফুল ইসলাম তালুকদার বলেন, ‘সব দোসরকে জুতার মালা পরিয়ে আদালতে পাঠাতে হবে। সুশীলদের আইনের শাসন আমরা মানি না।’

 

এদিকে, জাতীয় সম্পদ রক্ষায় আওয়ামী ফ্যাসিবাদী সরকারের চুক্তির ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে না দেয়ার দাবিতে সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে আগামী ২৭ জুন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট।

]]>
সম্পূর্ণ পড়ুন