চলতি অর্থবছরে ৩.৯ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

১ সপ্তাহে আগে
চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি চাপে থাকলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি তার হালনাগাদ প্রতিবেদনে বলছে, ২০২৪-২৫ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩.৯ শতাংশ এবং পরের বছর তা বেড়ে হবে ৫.১ শতাংশ।

বুধবার (৯ এপ্রিল) এডিবি ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটির বাংলাদেশ অংশ আজ দুপুরে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ে প্রকাশ করা হবে।

 

আউটলুক প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি ১০.২ শতাংশ হলেও আগামী বছর তা ৮ শতাংশে নেমে আসবে। রাজনৈতিক অস্থিরতার জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কম হবে।

 

আরও পড়ুন: মার্চে সার্বিক মূল্যস্ফীতি বাড়লেও স্বস্তি ফিরেছে খাদ্যে

 

তবে আগামী অর্থবছরে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে উল্লেখ করে এডিবি জানায়, নির্বাচনকে কেন্দ্র করে খরচ বৃদ্ধি ও রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ এবং যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন