চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন, প্রার্থী ৩

৩ সপ্তাহ আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন। ভোটে অংশ নিয়েছেন তিনজন প্রার্থী।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে রাত ৯টা পর্যন্ত। সারা দেশ থেকে ভোট দিতে কেন্দ্রে এসেছেন ২৮০৬ জন ভোটার। 

 

সুষ্ঠু ধারার রাজনীতি চর্চায় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ও মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করবে এবি পার্টি এমন প্রত্যাশা ভোটারদের।

 

আরও পড়ুন: ভোট চলছে এবি পার্টির নির্বাহী পরিষদের

 

তিন প্রার্থী হলেন: এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী,  প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম।

 

প্রতিদ্বন্দ্বিতাকে দলের নেতারা গণতান্ত্রিক চর্চার দারুণ সূচনা হিসেবে দেখছেন। উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে বলে জানান প্রার্থীরা।

 

তিন প্রার্থী দলের অভ্যন্তরীণ নির্বাচনকে গণতন্ত্রের পথে অভিযাত্রা আখ্যা দিয়ে ভোটের পরিবেশে নিয়ে সন্তোষ জানান। প্রতিশ্রুতি দেন ঐক্য বজায় রাখার। এদিকে, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। এ নিয়ে দলটির নেতা কর্মীদের মধ্যে রয়েছে উচ্ছ্বাস-উদ্দীপনা।

]]>
সম্পূর্ণ পড়ুন