চরকিতে আসছে ইয়াশ-তটিনীর সিনেমা

২ সপ্তাহ আগে
ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় জুটি তানজিম সাইয়ারা তটিনী ও ইয়াশ রোহান অভিনীত সিনেমা ‘তোমার জন্য মন’। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন।

মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণ-তরুণীর সম্পর্কের গল্প বলবে সিনেমাটি। রোমান্টিক ঘরানার গল্প হলেও নানা নাটকীয় মোড় ও টুইস্টে ভরা ‘তোমার জন্য মন’।

 

নতুন সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বলেন,

সিনেমায় যে রকম গল্প বলতে চেয়েছিলাম তার জন্য এমন একটা জুটি প্রয়োজন ছিল যাদের মধ্যে কাজ নিয়ে ও কাজের বাইরে একরকম বোঝাপড়া আছে। তেমন অনস্ক্রিন জুটি খুঁজতে গিয়ে ইয়াশ রোহান ও তটিনীকে নেয়া।

 

নির্মাতা শিহাব শাহীন আরও বলেন,

‘তোমার জন্য মন’–এর শুটিং হয়েছে কক্সবাজারে। তবে বেশি হয়েছে যশোরে। যশোরের নতুন লোকেশন, নতুন ইমেজ দর্শকদের ভালো লাগবে আশা করছি। তবে এমন নয় যে চরিত্রগুলোও যশোরের ভাষায় কথা বলবে। নতুন কিছু করার জন্যই আমাদের এ চেষ্টা।

 

তটিনী বলেন,

গল্পটা অর্ধেকের মতো শোনার পর আমি যেমনটা ধারণা করছিলাম সেরকম হয়নি বরং এমন একটা কিছু হলো যেটা অপ্রত্যাশিত। এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে কাজটি করার জন্য।

 

ইয়াশ বলেন,

শিহাব শাহীন ভাই স্ক্রিপ্ট দেয়ার আগে আমার সিডিউল আছে কিনা জানতে চেয়েছিলেন। কিন্তু আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম এবং ডেটসও ছিল না। তারপরও বললাম স্ক্রিপ্ট পাঠাতে এবং সেটা পড়ার পর আমার মনে হলো কাজটা করা দরকার।

 

আরও পড়ুন: অপু বিশ্বাসের সঙ্গে কাজ না করার কারণ জানালেন গৌতম সাহা

 

‘তোমার জন্য মন’ সিনেমায় ইয়াশ, তটিনী ছাড়াও ভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলুসহ অনেকে। চরকিতে আগামী ৬ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

 

আরও পড়ুন: মুক্তি পেল ‘দেলুপি’র ট্রেলার

]]>
সম্পূর্ণ পড়ুন