বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর কেরানীগঞ্জে বিএনপি ৪৭-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিএনপির প্রবীণ এ নেতা বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনও কাজ শেষ হয়নি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর কোনো ষড়যন্ত্র হতে দেয়া হবে না, আগামী নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত, সেই লক্ষ্যে সব নেতাকর্মীকে কাজ করতে হবে।
পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে সেখানে কাকে ভোট দিচ্ছে তাই জানবে না জনগণ এ কথা জানিয়ে সেলিমা রহমান বলেন, জনগণ তার নেতাকে নির্বাচন করবে। বিএনপি ভোটের জন্য লড়বে ও গণতন্ত্রের জন্য লড়বে।
বৈষম্যবিরোধের আড়ালে যেন আরেক বৈষম্য সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
আরও পড়ুন: নির্বাচন বাধাগ্রস্ত করতে এলে আবারও রাস্তায় নামবে তরুণরা: সেলিমা রহমান
তিনি বলেন, যিনি ভোট দেবেন, প্রার্থীকে না চিনলে ভোট দেবেন কীভাবে? দেশের মানুষ দল, ব্যক্তি, মার্কা দেখেই ভোট দেবে। এখন শুধু একদফা এক দাবি যথাসময়ে নির্বাচন। পুরো দেশে নির্বাচনের রব উঠলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুঁজে বেড়াবে বলেও জানান তিনি।
জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে অন্যের গুঁটি না হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার জন্য এনসিপির প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থাকলেও আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তার কোনো ভুল হয় নাই। আগামী দিনের গণতন্ত্র রক্ষায়ও তার কোনো ভুল হবে না।