চব্বিশে গণ-অভ্যুত্থানের পরও স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন হয়নি: মতিউর

১ সপ্তাহে আগে
চব্বিশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরও স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) ময়মনসিংহে দলটির আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

 

মতিউর রহমান বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও দেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি।’

 

‘দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাটতন্ত্র ও গুম-খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে,’ যোগ করেন জামায়াত নেতা।

 

আরও পড়ুন: ৫৪ বছরেও স্বাধীনতা যুদ্ধের প্রত্যাশা পূরণ হয়নি: গোলাম পরওয়ার

 

তিনি আরও বলেন, ‘চব্বিশের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটালেও স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন হয়নি। ২০২৫ সালের মহান স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার হোক দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অনৈক্যের রাজনীতি, অবিচার উৎখাত করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।’

 

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারী শহীদুল্লাহ কায়সার, আনোয়ার হোসেন সুজন, খুনিদকার আবু হানিফ, গোলাম মোহসিন খান, ডা. আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল বারী।

]]>
সম্পূর্ণ পড়ুন