চবির শহীদ মো. ফরহাদ হোসেন হলে আবাসিক কার্যক্রমের উদ্বোধন

৩ সপ্তাহ আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মো. ফরহাদ হোসেন হলে আবাসিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ১টায় হলের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নান এবং সঞ্চালনা করেন হলের আবাসিক শিক্ষক ড. মো. কামরুল হোসেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আবাসিক শিক্ষার্থী গোলাম মোস্তফা।

আরও পড়ুন: চবিতে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আব্দুর রহমান ও রাকিব

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘আজ আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের দিন। নতুন হলে ওঠা শিক্ষার্থীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,  হলের সার্বিক কার্যক্রমে সবাইকে যত্নশীল হতে হবে। বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদের মধ্যেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।’


উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান বলেন, ‘যে শিক্ষার্থী হলে থেকে বিশ্ববিদ্যালয় জীবন উপভোগ করে না, সে প্রকৃত বিশ্ববিদ্যালয় জীবনের স্বাদ পায় না।’ 


তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আবাসিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।


উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকেই মেধার ভিত্তিতে সিট বরাদ্দকে গুরুত্ব দিয়েছে। দখলদারিত্বের সংস্কৃতি চিরতরে জাদুঘরে পাঠানো হয়েছে। তিনি শহীদ মো. ফরহাদ হোসেনসহ ‘জুলাই বিপ্লবে’ শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সাইফুল ইসলাম আবাসিক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, হলের কক্ষ ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্যবহারে সকলকে দায়িত্বশীলতা ও যত্নবান হতে হবে।


অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, সহকারী প্রক্টর, ছাত্র-ছাত্রী ও পরামর্শ কেন্দ্রের পরিচালক, আবাসিক শিক্ষকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন