চবির প্রথম বর্ষের ক্লাস শুরু ১ জুলাই

২ সপ্তাহ আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১ জুলাই।

সোমবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে। ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অনলাইনে স্টুডেন্ট ইনফরমেশন ফরম (এসআইএফ) পূরণ করবেন। এরপর ২৯ ও ৩০ জুন শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে ধার্য করা ভর্তি ফি দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবেন।


আরও পড়ুন: চবিতে ভর্তি আবেদন শুরু ৪ জানুয়ারি, যেভাবে করবেন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শুরু হয় ১ মার্চ এবং শেষ হয় ২৪ মার্চ। এবার স্নাতক প্রথম বর্ষে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেন ২ লাখ ৭১ হাজার ২৩৮ জন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৬ জন।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন