আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: রাবিতে চলছে শিক্ষক-কর্মকর্তাদের কর্ম বিরতি
উল্লেখ্য, এক বছরের জন্য এই নিয়োগ কার্যকর থাকবে। এ সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দায়িত্ব পালন করবেন।
এর আগে এই দায়িত্ব পালন করছিলেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর হায়দার আরিফ।তিনি গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন।