বিক্ষোভ মঞ্চ থেকে নেতাকর্মীরা স্লোগান দেন, ‘দফা এক দাবি এক, প্রশাসনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, প্রশাসন গদি ছাড়’, ‘আহতদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের গ্রেফতার অবিলম্বে করতে হবে’।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘চবি প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দুইদিন ধরে সংঘর্ষ হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি প্রশাসন। এতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন। প্রশাসনের কতিপয় ব্যক্তি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে কাজ করছে। তাই ব্যর্থ প্রশাসনের অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
আরও পড়ুন: চবিতে হামলার ঘটনায় মামলা নিয়ে ধোঁয়াশা
তিনি আরও বলেন, ‘যেসব সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’
শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রশাসনের পদত্যাগ দাবি করছি। এটি আমাদের সংগঠনের চূড়ান্ত সিদ্ধান্ত।’
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘হামলার তিন দিন পার হলেও চবি প্রশাসন কোনো আইনি উদ্যোগ নেয়নি। এতে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।’
]]>