সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় এই শিফটের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) ও মেডিকেল সেন্টার উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
এ সময় উপাচার্য বলেন, দায়িত্ব গ্রহণের পর মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে চিকিৎসা সেবার পরিধি বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে আরও আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের চিকিৎসা সেবা সহজলভ্য করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
আরও পড়ুন: চবিতে গবেষণা, আন্তর্জাতিক প্রকাশনা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘চবি মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে চিকিৎসা সেবা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার অনেকগুলো ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।’
ফিজিওথেরাপি অ্যান্ড স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটের বিকালের শিফট চালু হওয়ায় শিক্ষার্থীদের জন্য চিকিৎসাসেবা আরও সহজ ও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব, চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি সহ অন্যান্য প্রতিনিধি, মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা।
]]>
১ সপ্তাহে আগে
১








Bengali (BD) ·
English (US) ·