চবিতে ছাত্রদলের প্রীতিভোজে হামলা, দোষীদের ধরতে আলটিমেটাম

২ সপ্তাহ আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহাজালাল হলে প্রীতিভোজ অনুষ্ঠানে গেট অবরুদ্ধ করে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রাশসনকে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানানো হয়।

 

এতে বলা হয়, ‘গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে শান্তিপূর্ণভাবে আয়োজিত ছাত্রদলের প্রীতিভোজের অনুষ্ঠান শেষে সংগঠনের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটে। এই অনভিপ্রেত ও নিন্দনীয় ঘটনার মাধ্যমে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হয়েছে।’

 

এতে আরও বলা হয়, আয়োজনের আগে যথাযথভাবে হল প্রভোস্টের অনুমতি নেয়া হয় এবং ভোজটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে, ফেরার পথে হল গেট বন্ধ করে ছাত্রদল নেতাকর্মীদের অবরুদ্ধ করা হয়। এ সময় ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে ছদ্মবেশী একটি উগ্র গোষ্ঠীর রাজনৈতিক কর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের বহিরাগত বলে মিথ্যা স্লোগান দিয়ে হামলা চালায়। এই হামলায় ছাত্রদলের একজন কর্মী আহত হন। আমরা লক্ষ্য করেছি যে, অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো হলে তাদের কমিটি ঘোষণা ও কার্যক্রম পরিচালনা করতে পারলেও, ছাত্রদলের শান্তিপূর্ণ কার্যক্রমে বারবার বাধা দেয়া হচ্ছে, যা উদ্দেশ্যমূলক এবং নিন্দনীয়।

 

আরও পড়ুন: তালাত রাফিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আমরণ অনশনে

 

]]>
সম্পূর্ণ পড়ুন