রোববার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে এ পদ্ধতির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। ই-মেইলিং সার্টিফিকেশন সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীরা কোনো রকম ভোগান্তি ছাড়াই সময়মতো সনদ উত্তোলন করতে পারবেন।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, এ সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীরা সার্টিফিকেটের জন্য তাদের জমাকৃত আবেদনের আপডেট জানতে পারবেন। কোনো শিক্ষার্থী সনদের জন্য আবেদন করলে সেটি আমাদের কম্পিউটারে আসবে। তাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তার আবেদনটি সাবমিট হয়েছে। আবেদন যাচাই বাছাই করে কোনো সমস্যা পেলে তাকে সুনির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হবে। পরে তা সংশোধন করা হলে সনদ নেওয়ার নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে।
তিনি আরও জানান, আগামী জানুয়ারি থেকে পুরোপুরিভাবে এই সেবা চালু করা যাবে। এতে শিক্ষার্থীরা তিনদিনের মধ্যে জরুরিভাবে সনদ তুলে নিতে পারবে।
আরও পড়ুন: চবির ভর্তি পরীক্ষা শুরু ১ মার্চ, থাকছে সেকেন্ড টাইম
শিক্ষার্থীদের সনদ তুলতে মাস কেটে যায়। পোহাতে হয় নানা ভোগান্তি। প্রশাসনিক ভবনে দিনের পর দিন ঘুরেও মিলতো না সনদ। এসব নিয়ে শিক্ষার্থীদের অভিযোগেরও শেষ ছিল না। এ সমস্যা দূর করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইমেইল সিস্টেম চালু করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, দূর থেকে আসা শিক্ষার্থীদের আর ভোগান্তিতে পড়তে হবে না। সনদ প্রস্তুত হলে তারা জানতে পারবে এবং সময়মতো এসে সনদ তুলতে পারবে।