চবিতে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আব্দুর রহমান ও রাকিব

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য ঘোষণা করে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের আইসিএসবি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমানকে সভাপতি ও আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম।

 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের প্রতি সমাজের প্রত্যাশা অনেক। তাই নিজেদের উন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।’

 

আরও পড়ুন: দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পদক্ষেপ নেয়ার আহ্বান ইসলামী ছাত্র আন্দোলনের

 

নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান বলেন, ‘ইসলামী ছাত্র আন্দোলন একটি ইতিবাচক ও শিক্ষার্থী-কেন্দ্রিক ক্যাম্পাস গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। চাকসু শিক্ষার্থীদের অধিকার, এ দাবির বাস্তবায়নে আমরা সক্রিয় ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ।’

 

সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাকিব বলেন, ‘ক্যাম্পাসে একটি শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া পরিবেশ গড়ে তুলতেই আমরা কাজ করে যাবো।’

 

সম্মেলন শেষে নবনির্বাচিত নেতারা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনের সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন