বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। এজাহারভুক্ত ৫৬ নাম্বার আসামি মো. হান্নানকে গ্রেফতার করা হয় ফতেপুর ইউনিয়ন থেকে।
এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) আটজনকে গ্রেফতার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। তাদের মধ্যে তিনজন এজাহারভুক্ত ও পাঁচজন তদন্তে চিহ্নিত আসামি।
আরও পড়ুন: গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার
বুধবার গ্রেফতার হওয়া এজাহারভুক্ত আসামিদের মধ্যে ৩ জন হলেন: মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২) এবং রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)।
আরও পড়ুন: বরগুনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
তদন্তে চিহ্নিত আসামিদের মধ্যে ৫ জন হলেন: মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।
]]>