বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বার্ষিক ওরস সম্পন্ন হয়। আখেরি মোনাজাতে দেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ জোহর থেকে কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির-আজকার ও শরীয়ত-তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল শুরু হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্সবন্দী মোজাদ্দেদি আল ওয়াইসি। আখেরি মোনাজাতে দেশ বিদেশের লাখো মানুষ অংশ নেন।
আরও পড়ুন: ময়মনসিংহে মাজারে ভাঙচুরের অভিযোগে মামলা, আসামি দেড় হাজার
এর আগে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা বিভিন্ন যানবাহন নিয়ে দরবার শরীফে আসেন। এছাড়া ওরস উপলক্ষে বসে মেলা। মেলায় খাদ্য সামগ্রী, খেলনা, পোশাকসহ বিভিন্ন ধরনের পণ্যের পসরা নিয়ে বসেন দোকানিরা।
চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্সবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত দিবস উপলক্ষে প্রতি বছর ওরস অনুষ্ঠিত হয়ে আসছে।