চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে কী হয়?

৩ সপ্তাহ আগে
রাতের আকাশে আজ দেখা যাবে মহাজাগতিক বিরল দৃশ্য। এ দৃশ্য কি খালি চোখে দেখা যাবে? কিংবা খালি চোখে চন্দ্রগ্রহণের দৃশ্য দেখলে চোখের কোনো ক্ষতি হবে কিনা এমন প্রশ্ন অনেকের মনেই উঁকি দিচ্ছে। এ সম্পর্কে নাসা ও স্পেস বিজ্ঞানীরা কী বলছেন জানেন?

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদন থেকে জানা যায়, খালি চোখেই উপভোগ করা যাবে আজ রাতের মহাজাগতিক দৃশ্য।

 

এ প্রসঙ্গে নাসা ও স্পেস বিজ্ঞানীরা বলছেন, চন্দ্রগ্রহণের পারিপার্শ্বিক অবস্থা সূর্যগ্রহণের মতো নয়। সূর্যগ্রহণের সময় সূর্যের প্রখরতা, ক্ষতিকর রশ্মি ও গ্যাস বেশি পরিমাণে তৈরি হয়। যা চোখের ক্ষতি করতে পারে। কিন্তু চন্দ্রগ্রহণের সময় এর পরিমাণ নিতান্তই কম।

 

কারণ হিসেবে তারা বলছেন, চন্দ্রগ্রহণের সময় এর আলো তেমন প্রখর থাকে না। এছাড়া চন্দ্রগ্রহণ কেবল সূর্যালোক প্রতিফলিত করে। তাই খালি চোখেই উপভোগ করা যাবে আজ রাতের মহাজাগতিক দৃশ্য।

 

তাহলে দেরি কেন? পূর্ণিমার চাঁদ, উপচ্ছায়া গ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, রক্তিম লাল চাঁদ বা ব্লাড মুন ও রক্তিম চাঁদের পাশে থাকা উজ্জ্বল গ্রহ শনি ও নেপচুনকে একসঙ্গে দেখার বিরল সুযোগ উপভোগ করুন।

 

আরও পড়ুন: আজ রক্তিম চাঁদের সঙ্গে দেখা যাবে উজ্জ্বল ২ গ্রহ!

 

তবে মহাজাগতিক দৃশ্য স্পষ্ট ভালোভাবে দেখতে হলে খালি চোখে না দেখে চশমা পড়তে পারেন। বাইনোকুলার, ছোট টেলিস্কোপ, স্মার্ট ফোন, ক্যামেরাও ব্যবহার করতে পারেন। 

 

আরও পড়ুন: বিরল উপচ্ছায়া গ্রহণের পরই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, জেনে নিন সঠিক সময়

]]>
সম্পূর্ণ পড়ুন