চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

২ সপ্তাহ আগে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন গণমাধ্যমকর্মীদের নিয়ে নতুন সংগঠন চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ ও কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল ) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টারের হল রুমে এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।


দৈনিক বর্তমান কথা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জি এম জাকারিয়া খাঁন সায়েমকে সভাপতি ও দৈনিক গণজাগরণ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও চন্দ্রগঞ্জ প্রতিদিনের সম্পাদক ও সময় টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি আল মামুন শিপনকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


এসময় লক্ষ্মীপুর জেলা ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ায় কর্মরত এক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাংবাদিক কারাগারে


এ সময় বক্তব্য রাখেন সময় টেলিভিশনের রিপোর্টার (লক্ষ্মীপুর) মাজহারুল আনোয়ার টিপু, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা নিজাম উদ্দিনসহ চন্দ্রগঞ্জ  প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।  


এসময় বক্তারা, নবগঠিত এ সংগঠনকে গতিশীল করার পাশাপাশি চন্দ্রগঞ্জ এলাকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সাংবাদিকতার প্রতি গুরুত্বারোপ করেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন