মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের কাছ থেকে ১ দশমিক ২ বিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছে বাংলাদেশ। এতে সম্মতি দিয়েছে তারা। আর ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ: অর্থ উপদেষ্টা
ট্রাম্পের নতুন শুল্কনীতির বিষয়ে সালেহউদ্দিন বলেন, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের বিষয় নিয়ে এবারের যুক্তরাষ্ট্র সফর ইতিবাচক প্রভাব ফেলবে দুদেশের বাণিজ্যে। এরইমধ্যে দেশটির সঙ্গে নতুন করে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে।
ট্রাম্পের শুল্কনীতি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে, এ ব্যাপারে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ট্রাম্পের নতুন শুল্কনীতিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। এত বড় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ। তিন মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্তে যাবে ট্রাম্প প্রশাসন, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
]]>