বৃহস্পতিবার (২৬ জুন) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে হাসপাতালটি বন্ধের নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, শর্ত মোতাবেক বিভিন্ন ডকুমেন্ট নির্ধারিত তারিখ অতিবাহিত হলেও নবায়ন করতে ব্যর্থ হওয়ায় সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো।
আরও পড়ুন: রংপুরে ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
এরআগে, ২৮ এপ্রিল হাসপাতালটিতে সরেজমিন পরিদর্শন করেন সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের একটি টিম। এ সময় হাসপাতালটির নানা অসঙ্গতি খুঁজে পায় পরিদর্শন দল। প্রতিষ্ঠানটির লাইসেন্সসহ প্রয়োজন নথিপত্র না থাকলেও নবায়ন প্রক্রিয়ায় আছে জানালে সাময়িকভাবে হাসপাতাল চালু রাখার নির্দেশনা দেয়।
এ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘পরিদর্শনের পর প্রতিষ্ঠানটিতে নথিপত্র হালনাগাদের সময় দিয়েছি। কিন্তু তারা নির্ধারিত সময়েও তাদের কাজ শেষ করতে পারেনি। ফলে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।’