চট্টগ্রামের ব্যাপক পরিচিত মেম্বার হোটেলকে জরিমানা

৪ সপ্তাহ আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া মেম্বার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৭ জুলাই) দুপুরে নগরীর ওয়ারলেস মোড় এলাকায় পরিচালিত অভিযানে মেম্বার হোটেল ও হোম মেইড ফুডস নামে দুটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।


এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, ভেজাল উপকরণ ব্যবহার ও মেয়াদহীন পণ্য বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরের আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়।


পাশাপাশি একইদিন পাহাড়তলী বাজারে পরিচালিত পৃথক অভিযানে বনফুলের পরিবেশক বারক ওয়াটারকেও জরিমানা করে অধিদফতর।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।


এ সময় মেম্বার হোটেলের রান্নাঘরে মিষ্টি জাতীয় খাবারে তেলাপোকা ও অন্যান্য পোকামাকড় পাওয়া যায়। রান্নার পরিবেশ ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


আরও পড়ুন: খুলনা বিভাগে ভোক্তা অধিকারের অভিযান, ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা


অন্যদিকে, হোম মেইড ফুডসে খাবার তৈরিতে অনুমোদনহীন কাঁচামাল ব্যবহার ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের পণ্য বিক্রির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম ৭ দিনের জন্য বন্ধ রেখে কারখানা পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


ভোক্তার বিভাগীয় পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ‘হোম মেইড ফুডসের রান্নাঘর ছিল স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। তারা অনুমোদনহীন উপকরণ ব্যবহার করে খাবার তৈরি করছিল। জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।’


তিনি আরও বলেন, ‘মেম্বার হোটেলেও খাবার তৈরির পরিবেশ ছিল নোংরা। মিষ্টির ভেতরে পোকামাকড় পাওয়া গেছে, যা ভোক্তার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।’


এছাড়া, পাহাড়তলী বাজারে পরিচালিত এক পৃথক অভিযানে বনফুল পরিবেশক বারক ওয়াটারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি তাদের পণ্যে মেয়াদ উল্লেখ না করে খুচরা স্টিকার বসিয়ে বিক্রি করছিল। এতে করে ভোক্তারা প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে বলে জানান অধিদফতরের কর্মকর্তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন