চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক আব্দুল আউয়াল

২ সপ্তাহ আগে
চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়াল। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি নওগাঁ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মোহাম্মদ আব্দুল আউয়ালের আগে জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কাজে দক্ষতা ও অভিজ্ঞতার জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে।


আরও পড়ুন: ৩ জেলায় নতুন ডিসি


প্রজ্ঞাপনে ফরিদা খনমকে পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ আব্দুল আওয়াল। ফরিদা খানমকে গত বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ১২ সেপ্টেম্বর তিনি চট্টগ্রামে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগ দেন।


চট্টগ্রাম জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন ডিসির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে উন্নয়ন ও জনসেবায় নতুন গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন