চট্টগ্রামের উইকেটের প্রশংসা করলেন চেজ

৩ সপ্তাহ আগে
ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের মাঠে। তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে সফরকারীরা। সিরিজ জিতে অবশ্য দারুণ খুশি এ ম্যাচে উইন্ডিজের অধিনায়ক ও ম্যাচসেরা রোস্টন চেজ।

শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৫১ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৯ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় উইন্ডিজ। 

 

আরও পড়ুন: মন্ত্রী হলেন ভারতের সাবেক ক্রিকেটার আজহারউদ্দিন

 

সিরিজের তৃতীয় ম্যাচে দারুণ খেলেছেন আকিম আগস্তে। ঝোড়ো ফিফটিতে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই ব্যাটার। তরুণ এই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ রোস্টন চেজ। পাশাপাশি চেজ নিজেও ফিফটি করেছেন। 

 

ম্যাচসেরা হয়ে চেজ বলেন, ‘আগস্তে দারুণ খেলোয়াড়, সে ইতিবাচক মানসিকতা দেখিয়েছে। আমি তার সাথে সিপিএলেও খেলেছি। সে তার ইনিংসে ধুঁকছিল আমি তাকে বলেছিলাম তার স্বাভাবিক খেলাটা খেলতে। আমরা আমাদের ফিল্ডিং নিয়ে কথা বলেছি। ক্যাচ মিস হতেই পারে।’ 

 

আরও পড়ুন: নারী বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করবেন যারা

 

বাংলাদেশকে ১৫১ রানে আটকে রাখতে পেরে খুশি ছিল ওয়েস্ট ইন্ডিজ। চেজ আরও জানান এই সিরিজের উইকেটগুলো স্ট্রোক প্লের জন্য ভালো ছিল। ওয়ানডে সিরিজ হেরে ঘুরে দাঁড়াতে পারায় তৃপ্ত সফরকারীরা।  

 

‘আমরা তাদেরকে ১৫১ রানে আটকে রাখতে পেরে খুশি ছিলাম। এখানের উইকেটগুলো স্ট্রোক প্লের জন্য ভালো ছিল। আমরা ওয়ানডে সিরিজ হেরেছি , তাই আমরা ৩-০ এর চেয়ে কম কিছু চাইনি। ছেলেরা শক্তভাবে ফিরে এসেছে এবং সিরিজ জিতেছে। এই সিরিজের অংশ হতে পারাটা দারুণ ছিল।’

]]>
সম্পূর্ণ পড়ুন