চট্টগ্রামের আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালালেন ২ আসামি

১ সপ্তাহে আগে
চট্টগ্রামের আদালত চত্বর এলাকায় পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দুই আসামি পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।

 

পালিয়ে যাওয়া ওই ২ আসামি হলেন- মো. ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেন। এদের মধ্যে ইমন জেলার লোহাগাড়া থানার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে এবং আনোয়ার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজী মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে।


আরও পড়ুন: আদালতে কিল-ঘুষি, দৌড় দিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক


এ বিষয়ে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, প্রিজনভ্যানে তোলার সময় দুই আসামি পালিয়েছে।তাদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন